Search Any Post Of WizBD.Com
 HomeYoutubeভিডিও চুরি ঠেকাতে ইউটিউবের ‘কপিরাইট ম্যাচ টুল’ ||

ভিডিও চুরি ঠেকাতে ইউটিউবের ‘কপিরাইট ম্যাচ টুল’ ||

youtube


Hello guys, wizbd.com এ আমাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি REZA। তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইউটিউবের নতুন একটা টুল নিয়ে। চলুন তাহলে শুরুকরি।

আমরা যারা বাংলাদেশি ইউটিউবার আছি তারা এমনিতেই অনেক চাপে থাকি। ইউটিউব আমদের উপর চালায় কড়া নজর দারি চালায়। কিন্তু ইউটিউব যদিও সবার জন্য এক আইন বলে থাকে। কিন্তু আমার তা মনে হয় না। শত চাপের মাঝেও আমরা কন্টেন্ট বানাই। কিন্তু আমাদের মাঝে কিছু লোক আছে যারা পরের কামাই(ইনকাম) খেতে পছন্দ করে। অন্যের কন্টেন্ট চুরি করে নিজের চ্যানেলে আপলোড করে। হোক সেটা সরাসরি বা ইডিট কারে।

সে যাই হোক, এতো দিনে ইউটিউনের ঘুম ভাংছে তারা কন্টেন্ট চুরি ঠেকাতে এক বিশেষ ধরনের টুল এনেছে। যার নাম ‘কপিরাইট ম্যাচ টুল’ যার মাধ্যমে ইউটিউব একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও চুরি ঠেকাতে পারবে। অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও অবৈধ ভাবে আর কেউ আপলোড করতে পারবেনা। এই টুলের মাধ্যমে ক্রিয়েটর নতুন কোন কন্টেন্ট আপলোড করলে ইউটিউব তা স্ক্যান করে দেখবে। এতে করে যদি পূর্বের কোনো কন্টেন্টের সাথে মিল পাওয়া যায় তবে ম্যাচেস একটি ট্যাব খুলবে।

যদি কন্টেন্ট ম্যাচ করে তবে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর নতুন যে আপলোড করেছে তার সাথে যোগাযোগ করতে পারবে। এবং ইউটিউবকে রিপোর্ট করতে পারবে এবং ইউটিউব তৎক্ষনাত পদক্ষেপ নিবে।

এই টুলটি শুধুমাত্র যাদের এক লাখ বা তার থেকে বেশি সাবস্কাইবার আছে,তারা আগামী সপ্তাহ থেকে ব্যাবহার করতে পারবে। এবং পরবর্তীকালে সকল ব্যাবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

So guys আজ এই পর্যন্তই। আশাকরি অতি শিঘ্রই আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

“আল্লাহ হাফেজ”
সৌজনেঃ আমার সাইট

1 year ago (6:15 pm) 2415 views
Report

About Author (1)

Author

প্রযুক্তি ভালো লাগে, তাই ব্লগিং এর পথ চলায় প্রযুক্তিকে সাথে নিয়েছি। দেখা যাক এক সাথে কতো দূর যেতে পারি। আমার ওয়েব সাইট http://cyberherobd.com

 

3 responses to “ভিডিও চুরি ঠেকাতে ইউটিউবের ‘কপিরাইট ম্যাচ টুল’ ||”

 1. JS Masud JS Masud🔘
  Administrator
  says:

  হুম এত দিনে ইউটিউব এর ঘুম ভাঙছে।
  এতে করে অনেক content creator খুজে পাওয়া যাবে।
  কিন্তু আপনি কপি পোষ্ট করলেন কেন?

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

Copyright © WizBD.Com, 2018-2019