Search Any Post Of WizBD.Com
 HomeNewsবিশ্বে খেলোয়াড়দের কার বেতন কত জেনে নিন এখনই

বিশ্বে খেলোয়াড়দের কার বেতন কত জেনে নিন এখনই

বর্তমান যুগে ক্রিকেটারদের বেতন-ভাতা অন্যতম আলোচনার বিষয়। গত বছর অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্ব এই আলোচনায় নতুন মোড় নিয়ে আসে।

ক্রিকেটারদের মধ্যে কোন দেশের আয় সবচেয়ে বেশি?

চুক্তি বাতিলের আগে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বাৎসরিক বেতন ছিল স্টিভ স্মিথের। প্রতি বছর তার আয় ছিল ১৪ লাখ ৭০ হাজার ডলার।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের বেতন বছরে ১৩ লাখ ৮০ হাজার ডলার।

ভারতের অধিনায়ক ভিরাট কোহলি আয় করেন ১০ লাখ ডলার প্রতি বছর।

তবে এই তিন দেশ ছাড়া বাকি দেশগুলোর সর্বোচ্চ আয় করা ক্রিকেটারের বেতন অর্ধেকেরও কম।

যেমন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি আয় করেন প্রতি বছর ৪ লাখ ৪০ হাজার ডলার। শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুজ বছরে ৩ লাখ ২০ হাজার ডলার আয় করেন।

পাকিস্তানের ক্রিকেটার সরফরাজ খানের আয় সেখানে ৩ লাখ ডলার।

আর বাংলাদেশের সাকিব আল হাসান আয় করেন ১ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশের মুদ্রায় ১ কোটি ১৬ লাখ ১৪ হাজারের একটু বেশি।

সেখানে ভারতের ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১ কোটি ২৫ হাজার টাকা প্রায়।

বিভিন্ন দেশে সর্বোচ্চ আয় করা ক্রিকেটারের বার্ষিক বেতন

• স্টিভ স্মিথ (চুক্তি বাতিল) – ১২ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা

• জো রুট – ১১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার টাকা

• বিরাট কোহলি – ৮ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা

• ফ্যাফ ডু প্লেসি – ৩ কোটি ৬৫ লাখ টাকা

• অ্যাঞ্জেলো ম্যাথুজ – ২ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা

• সরফরাজ আহমেদ – ২ কোটি ৪৮ লাখ ৯২ হাজার টাকা

• জেসন হোল্ডার – ২ কোটি ২৪ লাখ টাকা

• কেন উইলিয়ামসন – ২ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকা

• সাকিব আল হাসান – ১ কোটি ১৬ লাখ ১৪ হাজার টাকা

একমাত্র জিম্বাবুয়ের সর্বোচ্চ আয় করা গ্রায়েম ক্রেমার সাকিবের চেয়ে কম বেতন পান। বছরে তার বেতন ৭৪ লাখ ৬৮ হাজার টাকা।

এছাড়া ম্যাচ ফি ও অন্যান্য সুযোগ সুবিধার তারতম্যের কারণেও আয় বাড়ে কমে।

বর্তমান যুগে ক্রিকেটাররা অন্য খেলার তুলনায় কেমন আয় করে?
বিশ্বব্যাপী অন্যান্য খেলার চেয়ে ক্রিকেটারদের আয় বেশ কম।

আমেরিকার ফোর্বস ম্যাগাজিনের ২০১৭ সালের জুলাই মাসের সমীক্ষা অনুযায়ী, বিজ্ঞাপন বা অন্য খাত বাদে, শুধু খেলা থেকে পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালডো প্রতি বছর আয় করেন ৫৮ মিলিয়ন ডলার।

ফরমুলা ওয়ানের ব্রিটিশ রেসার লু্‌ইস হ্যামিলটনের আয় ৩৮ মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্রের লেব্রন জেমসের আয় ৩৬ মিলিয়ন ডলার।

অন্য দিকে এই বছর বল ট্যাম্পারিংয়ের ঘটনায় চুক্তি বাতিল হওয়া সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট অধিনায়ক স্টিভ স্মিথের আয় ছিল প্রতি বছর মাত্র ১.৪৭ মিলিয়ন ডলার।

এছাড়া গলফ বা টেনিসের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ একজন ক্রিকেটারের চেয়ে বেশি আয় করে।

বিশ্বের কোন খেলার তারকারা বছরে শুধু খেলা থেকে কেমন আয় করেন-

ক্রিস্টিয়ানো রোনালদো-ফুটবল ৫৮ মিলিয়ন ডলার
লু্‌ইস হ্যামিলটন- ফরমুলা ওয়ান ৩৮ মিলিয়ন ডলার
লেব্রন জেমস- বাস্কেটবল ৩৬ মিলিয়ন ডলার
ররি ম্যাকলরয়- গলফ ১৬ মিলিয়ন ডলার
রজার ফেদেরার- টেনিস ৬ মিলিয়ন ডলার
বিরাট কোহলি ১ মিলিয়ন ডলার।

credit: -বিবিসি
এমটিনিউজ২৪.কম

6 months ago (6:52 am) 855 views

About Author (99)

wavatar
Administrator

জানতে এবং জানাতে চাই

 

1 responses to “বিশ্বে খেলোয়াড়দের কার বেতন কত জেনে নিন এখনই”

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

Copyright © WizBD.Com, 2018