Search Any Post Of WizBD.Com
HomeOnline Earningসফল আউটসোর্সিং :: বিটকয়েন আর্নিং হতে অনলাইন ইনকাম করুন পেমেন্ট নিন বিকাশে [ Wizbd এর এডমিন JS Masud এর দৃষ্টি আকর্ষন করছি]

সফল আউটসোর্সিং :: বিটকয়েন আর্নিং হতে অনলাইন ইনকাম করুন পেমেন্ট নিন বিকাশে [ Wizbd এর এডমিন JS Masud এর দৃষ্টি আকর্ষন করছি]

বিটকয়েন কি?
“বিটকয়েন হলো এক প্রকার ইলেকট্রনিক্স কারেন্সি/মুদ্রা যেটাকে ভার্চুয়াল টাকা বলা চলে; এটা মূলত পেয়ার টু পেয়ার ভিত্তিক ট্রানজেকশন সিস্টেমে পরিচালিত হয়। ”
উপরোক্ত সহজ সংজ্ঞাটুকু আমরা প্রায় সবাই জানি কিন্তু আসলেই কয়জন ১ বিটকয়েনের মালিক সেটা আতশীকাচে খুজলেও সহজে মিলবে না যেখানে ১ বিটকয়েনের বর্তমান বাজার মূল্য ৬, ২৮, ৪৬৪ টাকা!
বিটকয়েন হ্যাক করা কি আসলেই সম্ভব?
সহজ কথায় আমি বলবো “হ্যাকিং দ্বারা সবই সম্ভব” তাইবলে এটা বলছি না যে আপনি চাইলেই বিটকয়েন হ্যাক করে বিলিওনিয়ার হতে পারবেন(কার্যত কাজটা করার চেয়ে বলা সহজ)।
আদতে পুরো গুগল ঘাটলে আপনি হাতেগোণা ২/৫ টি ট্রাস্টেড ওয়েবসাইট পাবেন যারা সত্যি সত্যিই বিটকয়েন পেমেন্ট করে থাকে; বাকি সকল ওয়েবসাইট তো নামেই বিটকয়েন তথা সাতোশী(বিটকয়েনের ক্ষুদ্রতম একক) পে আউট করে পেমেন্টের বেলার ভাড়ে ভবানী!
তাহলে এতো মূল্যবান এবং প্রায় দুস্প্রাপ্য বিটকয়েন হ্যাক করা আদতে কতোটুকু সম্ভব আর কতখানি সত্য সেটা আপনার বিবেচনা আর মাথার মেরিটের ওপরই ছেড়ে দিলাম, আপনিই বিচার করে নিন!
তবে আসুন বিচার করার আগে এ বিষয়ে একটা বিশ্লেষণ জেনে নিই:
আমরা বিটকয়েন হ্যাকিং বিষয়ে একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট http://www.freebitco.in  সাইট এনালাইসিস করবো। এই সাইটে প্রতি ঘন্টাতে ফ্রি রোল করে বিটকয়েন(সাতোশী) উইন হওয়া যায় আবার এখানে লাকি নাম্বার, লটারী, জ্যাকপট, রিওয়ার্ড, বিটিং হতেও বিটকয়েন আর্ন করা যায়।
এখন পুরো Google এবং Youtube ঘাটলে এমন বহু টিউটোরিয়াল/ভিডিও পাবেন যারা এই freebitco.in সাইটের হ্যাকিং বিষয়ে মজাদার কনটেন্ট তৈরী করে যার পেছনে তারা স্ক্রিপ্ট বেঁচে টাকা কামানো/ভিউয়ার-ভিজিটর বাড়ানোই আসল উদ্দেশ্য!
স্ক্রিপ্ট দিয়ে কি সত্যি সত্যিই হ্যাক করা যায়?
কথাটা ৯৯% মিথ্যা যে “স্ক্রিপ্ট দিয়ে ফ্রি বিটকো সাইট হ্যাক করা যায়” তবে ঐ ১% সত্যটুকুর মাঝে লুকিয়ে আছে অনেক এনালাইসিস এবং জ্ঞান যার দ্বারা সম্ভাবত ফ্রি বিটকয়ো সাইট হতে বিটকয়েন আর্ন করা পসিবল(প্রায়)।
আশাকরি:
ধরুন আপনি freebitco.in সাইটে ১০ বার High/Low bitting করলেন এবং পরপর ঐ ১০ বারই হেরে গেলেন তাহলে আপনার জেতার সম্ভাবনা হলো ০/১০=০ বার (অর্থাৎ আপনি নিশ্চিত হারবেন)। আচ্ছা ধরুন আপনি ঐ ১০ বার খেলার পরও আরো ৫০ বার খেললেন এবং অন্তত ১ বার জিতলেন তাহলে আপনার নিশ্চিত উইন হওয়ার সম্ভাবনা হলো ১/(১০+৪০)=১/৫০=০.০২% তাহলে এই ০.০২% কে ১০০% উইনিং তে রূপান্তর করতে আপনাকে কতোবার বিটিং করতে হবে আপনিই শতকারা হিসেব করে বের করুন।
অংকটা খুবই সহজ তবে সেই অংকে বিটকয়েন জেতা ততোটা সহজ নয় কেননা আপনার ঐ যে উইনিং ক্যালকুলেশনের সময়টা(পর্যায় কাল) সেটাও আবার ভ্যারিয়েবল অর্থাৎ ফ্রি বিটকো সাইটের এসব রোলিং চলে একটি হিডেন কম্পিউটার প্রোগামিং দ্বারা। আচ্ছা এই হিডেন প্রোগামিং দ্বারা তাহলে কিভাবে এই ওয়েবসাইট পরিচালিত হয়? হুমমম, এই প্রোগামিংটাই হলো সেই স্ক্রিপ্ট!
কিন্তু আপনাকে/আমাকে তো আর ফ্রি বিটকো সাইট তাদের স্ক্রিপ্ট দিবেনা(ওয়েবসাইটের সকল ইনফোই ওয়েবসাইট owner এর কনফিডেনসিয়াল ডকুমেন্ট) বরং আপনাকে ঐ সাইট পর্যালোচনা করে সেই রোলিং মেথডটা খুঁজে নিতে হবে তথা অনুমান করে নিশ্চিত হতে হবে যেন তা অপেক্ষাকৃত সর্বোচ্চ সম্ভাবনাময় হয়।
আশা করি Script এবং Hacking বিষয়টা পরিস্কার হলো।
আসুন এবার আমরা এই স্ক্রিপ্ট হতে বিটকয়েন হ্যাকিং এর একটি সংগৃহীত লাইভ ভিডিও দেখি(এখানে স্ক্রিপ্ট মুখ্য বিষয় না বরং কিভাবে স্ক্রিপ্ট ইনপুট করে হ্যাকিং করা পসিবল সেটাই দেখানো হলো)→

আসুন এবার বাস্তবে ফিরি(ব্যক্তিগত এচিভমেন্ট):
এই অংশে আমি নিজে স্ক্রিপ্ট ইনপুট করে ফ্রি বিটকো সাইট হতে বিটকয়েন আর্ন করেছি।
ইনভেস্টমেন্ট→

Lucky Number উইনিং→

বিটিং করে উইনিং→

জ্যাকপট উইনিং→

টোটাল ব্যালেন্স→

ট্রানজেকশন→

কয়েনবেজে ট্রান্সফার(কয়েনবেজে আমার সর্বমোট এমাউন্ট)→

কয়েনবেজ থেকে বিকাশে ট্রান্সফার(যেহেতু বাংলাদেশ সরাসরি বিটকয়েন ক্রয় বিক্রয় নিষিদ্ধ তাই buy/sell এর পরিবর্তে Transfer হতেই এটাকে কনভার্ট করতে হয়। বিকাশ লিমিট যেহেতু একদিনে পারসোনাল নাম্বারে মাত্র ৩০০০০ টাকা তাই ২ টি নাম্বারে টোটাল পেমেন্ট নেওয়া হলো ১৫০০০+১৫০০০+১১২০০=৪১, ২০০ টাকা)→

বিকাশ পেমেন্ট (তবে চাইলে আপনি পেপাল/স্ক্রিল হতেও পেমেন্ট রিসিভ করতে পারেন তবে সেটা নির্ভর করবে এক্সচেঞ্জ সাইটের ওপর)→


উপরের প্রসেস হতে আমার টোটাল আর্নিং হলো ৪১২০০ টাকা যেখানে আমার ইনভেস্টমেন্ট ছিলো ৭০০০ টাকা তাহলে মূল বেনিফিট হলো (৪১২০০-৭০০০)= ৩৪২০০ টাকা যার শতাংক হিসাব হলো ৪৮৮% বেনিফিট।
এই শতাংশ ৪৮৮% মার্ক করে রাখুন এটা হলো কনস্ট্যান্স স্ক্রিপ্ট স্টিয়ারিং।

প্রত্যাশা এবং প্রাপ্তি:
আপনি হয়তো এবার আমাকে রিকুয়েস্ট করবেন যে আপনাকে যেন আমি স্ক্রিপ্ট’টি দিই তাইনা?
অথচ আমি আপনাদের পায়ে হাতে ধরে বলছি যারা স্ক্রিপ্ট দেবার কথা বলে/ স্ক্রিপ্টের বিনিময়ে টাকা চায় তবে তারা সবাই ফ্রড কেননা স্ক্রিপ্ট ভ্যারিয়েবল!
আপনি হয়তো এখন একটি স্ক্রিপ্ট ইনপুট করে উইন হচ্ছেন কিন্তু এটা সাময়িক কেননা কখন সেই পর্যায়কাল পরিবর্তিত হবে সেটা আপনি জানেন না বরাং উইনিং জিনিসটা হলো স্রেফ একটি সম্ভাবনা। তবে স্ক্রিপ্ট জিনিসটা যে আসলে কিভাবে উইনিং নির্ধারন করে সেটা উপরেরই যথাসম্ভব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি।

আপনিও আর্নিং করতে পারেন:

এটা ছিলো মূলত স্ক্রিপ্ট ইনপুট করে বিটকেন ইনকাম তথা আউটসোর্সিং এর ২য় সেশন। ১ম সেশন আমি পূর্বে টেকটিউনসসিতে টিউন করেছিলাম। অতিদ্রুত ৩য় সেশন আয়োজনে চাইলে আপনিও শেয়ার হোল্ডার হয়ে আর্নিং করতে পারেন, মূলত আপনি আপনার ইচ্ছামতো ইনভেস্ট করে সেখান হতে বেনিফিট (মূল ইনভেস্টমেন্ট+ বেনিফিট) লাভ করবেন।
এখানে আপনি কতো টাকা লাভ করবেন তা আগে হতে বলা কঠিন কেননা তা নির্ভর করবে স্টিয়ারিং পাওয়ার এর ওপর তবে আপনার আর্নিং হবে মূল ইনভেস্টমেন্টের ৪০০% থেকে ৫০০% এর ভেতর (সর্বনিম্ন ৪০০% হতে সর্বোচ্চ ৫০০% অবধি)।
মূলত আপনার আর্নিং(মূল ইনভেস্ট+ উইনিং বেনিফিট) আপনাকে bKash এ পাঠিয়ে দেওয়া হবে অথবা চাইলে আপনি কয়পনবেজেও পেমেন্ট নিতে পারবেন।

আপনার ইনভেস্টের সিকিউরিটি কি?
আজকাল ইন্টারনেটে আউটসোর্সিং এর নামে চলে ধোকাবাজি তাই আজকাল ট্রাস্ট করা কষ্টকর। তবে আমার এই টিউনটি হলো মূলত “অর্ণবের ইস্কুল” এর চেইন টিউনের একটি অংশ যেখানে আমি চেয়েছি আপনারা লার্নিং এর সাথে সাথে আর্নিং করতে পারেন।
আর সকল শেয়ার হেল্ডারেরা যাতে বিটিং প্রসেসে ভিজ্যুয়াল এসিসটেন্স হিসেবে সাম্যক শিখতে পারেন তার জন্য প্রসেস চলাকালীন সার্ভারের সহিত টিম ভিউয়ার এর মাধ্যমে আমরা যুক্ত থাকবো যেন লার্নিং+ আর্নিং পসিবল হয়।
তথাপি আপনি যদি এই বিটিং প্রসেসে শেয়ার হোল্ডার হয়ে আর্নিং করতে চান তবে আমাকে ইমেইল করতে পারেন → [email protected]

[ উল্লেখ্য আমি টেকটিউনস এর ভেরিফাইড ব্যাচ প্রাপ্ত টিউনার। লিংক → https://www.techtunes.com.bd/techtuner/ornobahsan এবং এই wizbd.com এর এডমিন JS Masud এর পরিচিত। আশা করি তিনি এই পোস্টের রিপ্লাই করবেন। তার সহিত ফেবুতে আমার চ্যাটিং হয় এবং তাকে বিটকয়েন আর্নিং এর ১ম সেশনে আমি ট্রিট দিয়েছিলাম তাই আশা করি তিনি আমাকে ভুলে যান’নি। আমি চেয়েছি আপনারা লার্নিং এর সাথে সাথে আর্নিংও যেন করতে পারেন, দ্যাটস অল ]।

ধন্যবাদ

8 months ago (3:47 pm) 1769 views
Report

About Author (2)

Author

This author may not interusted to share anything with others

 

4 responses to “সফল আউটসোর্সিং :: বিটকয়েন আর্নিং হতে অনলাইন ইনকাম করুন পেমেন্ট নিন বিকাশে [ Wizbd এর এডমিন JS Masud এর দৃষ্টি আকর্ষন করছি]”

 1. JS Masud JS Masud🔘
  Administrator
  says:

  অনেক সুন্দর পোষ্ট করেছেন ভাই।
  আর আপনাকে ভুলার কোন কথাই আসে না।

  • Ornob-Ahsan
   Author
   says:

   হুমম, মাসুদ ভাই; কেমন আছেন?

   হুমম, উইজবিডিতে এমন পোস্ট (যদিও কিন্তু কপি পেস্ট হুমম) করার কারন আছে।
   (১) আপনার দৃষ্টি আকর্ষন করা
   (২) এমন পোস্ট হতে আর্নিং বিষয়ে আপনার মাতামত এবং আপনার সবিনয়পূর্বক ডিসিশন জানতে চাওয়া’ই ছিলো মূল উদ্দেশ্য।
   আসলে আমি চেয়েছিলাম সত্যিকারের আউটসোর্সিং লার্নিং এর সাথে সাথে যেন আর্নিং টাও পসিবল হয় দ্যাটস অল।

   আর একটা বিশেষ কথা:
   শুধু উইজবিডি তো নয় বরং এমনি একটা ফোরাম সাইট (হউক তা ফ্রি) তৈরী করলে কেমন হয়? আর গুগল এডসেন্স নয় বরং আরে বেটার আর্নিং দিতে পারে তো রিভিনিউহিটস:-)

   সন্ধ্যার পর এমনই একটা গিফট দেবার চেষ্টা করবো।

   আর বর্তমানে আমি উত্তরা ওয়েস্ট জোন পুলিশে কর্মরত আছি; দোয়া করেন কেমন?
   একদিন চলে এসেন পরিচিতি এর কফি দুটোই হয়ে যাবে। রাতে কল দিবো:-)

   • JS Masud JS Masud🔘
    Administrator
    says:

    সমস্যা ভাই ভাই।
    আপনার সাইট মনে করে পোষ্ট করবেন।
    আর আমার নাম্বারটা চেঞ্জ করছি।
    +8801866754297

    • Ornob-Ahsan
     Author
     says:

     আপনার সাইট তৈরী https://techgolpo.wapka.mobi হয়তো এটি wapka ভেবে বিব্রত হতে পারেন তবে এতোটুকু নিশ্চিত তা বিটা ভার্সনে trickbd এর চেয়ে কোন অংশে কম নয়।

     আর চাইলে এখন কোন লো লেবেল ডোমেইন (হোস্টিং প্লান ছাড়াই) বিনামূল্য এড করে নিতে পারেন যেমন techgolpo.tk ইত্যাদি আবার চাইলে. com ডোমেইন’ই নিতে পারেন।

     আর যদি ভাবেন এসইও কিভাবে করবেন তাহলে গুগল বোটস যেমন আছে তেমনি স্বয়ং google.com/addurl হতে কাজটা করতে পারেন আর বিনামূল্য পিউর এসইও করতে চাইলে আপনি ফ্রি ব্লগস্পটে লিংক রিডিরেক্ট করলেই এনাফ!

     এছাড়াও গুগল এডসেন্স পাওয়া কষ্টকর হলেও রিভিনিউহিটস হতে সহজে আর্ন করতে পারবেন। যেমন গত মাসের দিকে অনেকটা এক্সপেরিমেন্ট করতে আমি রিভিনিউহিটসে একাউন্ট করে ট্রাফিক ফ্লোয়িং করে( লিনাক্স ডাটা প্যাক জেনারেটর করে) আমার আর্ন হয়েছিলো প্রায় ২৬৩ ডলার যা ছিলো নিতান্তই খেয়াল বশে!

     যাই হউক আপনার জিমেইলে আমি এক্সেস পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি কেমন?

     ভালো থাকুন

     anyway your site has wp limitations as exotic form; you may resolve it:-)

     That’s why you should take look on visual revenuehits on → https://i.imgur.com/0kar9Cd.jpg

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

Copyright © WizBD.Com, 2018-2019